প্রেম
২২৪
বসন্ত সে যায় যে হেসে, যাবার
কালে
শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে
॥
তেমনি তুমি
যাবে জানি, সঙ্গে যাবে হাসিখানি–
অলক হতে পড়বে অশোক বিদায়-থালে॥
রইব একা ভাসন-খেলার নদীর তটে,
বেদনাহীন মুখের ছবি স্মৃতির পটে–
অবসানের অস্ত-আলো তোমার সাথি, সেই তো ভালো–
ছায়া সে থাক্ মিলনশেষের অন্তরালে॥