প্রকৃতি
২০৪
ওগো দখিন হাওয়া,
ও পথিক হাওয়া, দোদুল
দোলায় দাও দুলিয়ে।
নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও
বুলিয়ে॥
আমি পথের ধারের ব্যাকুল বেণু
হঠাৎ তোমার সাড়া পেনু গো–
আহা, এসো আমার শাখায় শাখায়
প্রাণের গানের ঢেউ তুলিয়ে॥
ওগো দখিন হাওয়া,
ও পথিক হাওয়া পথের ধারে আমার
বাসা।
জানি তোমার আসা-যাওয়া, শুনি তোমার পায়ের ভাষা।
আমায় তোমার ছোঁওয়া লাগলে পরে
একটুকুতেই কাঁপন ধরে গো –
আহা, কানে কানে একটি কথায় সকল
কথা নেয় ভুলিয়ে॥