প্রকৃতি
২০৬
মোর   বীণা ওঠে কোন্‌ সুরে বাজি   কোন নব চঞ্চল ছন্দে।
মম    অন্তর কম্পিত আজি   নিখিলের হৃদয়স্পন্দে॥
       আসে কোন্‌ তরুণ অশান্ত,   উড়ে বসনাঞ্চলপ্রান্ত–
       আলোকের নৃত্যে বনান্ত   মুখরিত অধীর আনন্দে॥
       অম্বরপ্রাঙ্গণমাঝে   নি:স্বর মঞ্জীর গুঞ্জে।
       অশ্রুত সেই তালে বাজে   করতালি পল্লবপুঞ্জে।
       কার পদপরশন-আশা   তৃণে তৃণে অর্পিল ভাষা–
       সমীরণ বন্ধনহারা   উন্‌মন কোন্‌ বনগন্ধে॥