ফাল্গুনী

আকাশ বোঝে আনন্দ তার,

বোঝে নিশার নীরব তারা॥


প্রথম দৃশ্য
সূত্রপাত
পথ
যুবকদলের প্রবেশ
গান

ওরে ভাই      ফাগুন লেগেছে বনে বনে-

ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে,

আড়ালে আড়ালে কোণে কোণে।

রঙে রঙে রঙিল আকাশ,

গানে গানে নিখিল উদাস,

যেন চল-চঞ্চল নব পল্লবদল

মর্মরে মোর মনে মনে।

ফাগুন লেগেছে বনে বনে।

 

হেরো হেরো অবনীর রঙ্গ

গগনের করে তপোভঙ্গ।

হাসির আঘাতে তার      মৌন রহে না আর

কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে।

বাতাস ছুটিছে বনময় রে,

ফুলের না জানে পরিচয় রে।

তাই বুঝি বারে বারে      কুঞ্জের দ্বারে দ্বারে

শুধায়ে ফিরিছে জনে জনে।

ফাগুন লেগেছে বনে বনে॥

ফাগুনের গুণ আছে রে ভাই, গুণ আছে।

বুঝলি কী করে।

নইলে আমাদের এই দাদাকে বাইরে টেনে আনে কিসের জোরে।