প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
বিক্রমদেব। কেন মোরে শত্রু বলে করিতেছ ভ্রম?
মিত্র আমি আজি।
শংকর। অতিশয় দয়া তব
জালন্ধরপতি ; মার্জনা করেছ তুমি।
দণ্ড ভালো মার্জনার চেয়ে।
বিক্রমদেব। এর মতো
হেন ভক্ত বন্ধু হায় কে আমার আছে?
দেবদত্ত। আছে বন্ধু, আছে মহারাজ।
বাহিরে হুলুধ্বনি, শঙ্খধ্বনি, কোলাহল
শংকরের দুই হস্তে মুখ আচ্ছাদন
প্রহরীর প্রবেশ
প্রহরী। আসিয়াছে
দুয়ারে শিবিকা।
বিক্রমদেব। বাদ্য কোথা, বাজাইতে
বলো। চলো সখা, অগ্রসর হয়ে তারে
অভ্যর্থনা করি।
সভামধ্যে শিবিকার প্রবেশ
অগ্রসর হইয়া
বিক্রমদেব। এসো, এসো, বন্ধু এসো।
স্বর্ণথালে ছিন্নমুণ্ড লইয়া সুমিত্রার শিবিকাবাহিরে আগমন
সহসা সমস্ত বাদ্য নীরব
বিক্রমদেব। সুমিত্রা! সুমিত্রা!
চন্দ্রসেন। এ কী, জননী সুমিত্রা!
সুমিত্রা। ফিরেছ সন্ধানে যার রাত্রিদিন ধরে
কাননে কান্তারে শৈলে রাজ্য ধর্ম দয়া
রাজলক্ষ্মী সব বিসর্জিয়া, যার লাগি
দিগ্বিদিকে হাহাকার করেছ প্রচার,