শ্যামা

প্রিয় যে তোমার, বাঁচাবে যারে,

নেবে মোর প্রাণঋণ–

তাহারি সঙ্গে তোমারি বক্ষে

বাঁধা রব চিরদিন

মরণডোরে।

কেমনে ছাড়িবে মোরে,

ওগো সুন্দরী॥

  শ্যামা।  এতদিন তুমি সখা, চাহ নি কিছু ;

নীরবে ছিলে করি নয়ন নিচু।

রাজ-অঙ্গুরী মম করিলাম দান,

তোমারে দিলাম মোর শেষ সম্মান।

তব বীর-হাতে এই ভূষণের সাথে

আমার প্রণাম যাক তব পিছু পিছু।

উত্তীয়।   আমার     জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান–

তুমি জান নাই, তুমি জান নাই,

তুমি জান নাই তার মূল্যের পরিমাণ।

রজনীগন্ধা অগোচরে

যেমন রজনী স্বপনে ভরে

সৌরভে,

তুমি জান নাই, তুমি জান নাই,

তুমি জান নাই, মরমে আমার ঢেলেছ তোমার গান।

বিদায় নেবার সময় এবার হল–

প্রসন্ন মুখ তোলো,

মুখ তোলো, মুখ তোলো–

মধুর মরণে পূর্ণ করিয়া সঁপিয়া যাব প্রাণ

চরণে।

যারে জান নাই, যারে জান নাই,

যারে জান নাই,

তার       গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান॥


শ্যামা হাত ধ'রে উত্তীয়ের মুখের দিকে চেয়ে রইল
অল্পক্ষণ পরে হাত ছেড়ে ধীরে ধীরে চলে গেল