বিচিত্র
২৪
               সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে,
               মাঝখানে হায় হয় নি দেখা উঠল যখন ফুটে॥
               ঝরা ফুলের পাপড়িগুলি   ধুলো থেকে আনিস তুলি,
               শুকনো পাতার গাঁথব মালা হৃদয়পত্রপুটে।
       যখন    সময় দিল ফাঁকি–
       এখন    আন্‌ কুড়ায়ে দিনের শেষে অসময়ের ছিন্ন বাকি।
               কৃষ্ণরাতের চাঁদের কণা  আঁধারকে দেয় যে সান্ত্বনা
               তাই নিয়ে মোর মিটুক আশা– স্বপন গেছে ছুটে॥