বিচিত্র
৫৫
            দুয়ার মোর পথপাশে,   সদাই তারে খুলে রাখি।
            কখন্‌ তার রথ আসে   ব্যাকুল হয়ে জাগে আঁখি॥
              শ্রাবনে শুনি দূর মেঘে   লাগায় গুরু গরো-গরো,
              ফাগুনে শুনি বায়ুবেগে   জাগায় মৃদু মরো-মরো–
              আমার বুকে উঠে জেগে  চমক তার থাকি থাকি॥
            সবাই দেখি যায় চলে   পিছন-পানে নাহি চেয়ে
            উতল রোলে কল্লোলে  পথের গান গেয়ে গেয়ে।
              শরৎ-মেঘ যায় ভেসে   উধাও হয়ে কত দূরে
              যেথায় সব পথ মেশে   গোপন কোন্‌ সুরপুরে।
              স্বপনে ওড়ে কোন্‌ দেশে   উদাস মোর মনোপাখি॥