প্রেম ও প্রকৃতি
২৮
             চরাচর সকলই মিছে মায়া, ছলনা।
          কিছুতেই ভুলি নে আর–  আর না রে–
               মিছে ধূলিরাশি লয়ে কী হবে।
        সকলই আমি জেনেছি,   সবই শূন্য–শূন্য–শূন্য ছায়া–
                    সবই ছলনা॥
        দিনরাত যার লাগি সুখ দুখ না করিনু জ্ঞান,
        পরান মন সকলই দিয়েছি, তা হতে রে কিবা পেনু।
               কিছু না–সবই ছলনা॥