প্রেম ও প্রকৃতি
৩৩
             দেখায়ে দে কোথা আছে একটু বিরল।
       এই ম্রিয়মাণ মুখে           তোমাদের এত সুখে
             বলো দেখি কোন্‌ প্রাণে ঢালিব গরল।
             কিনা করিয়াছি তব বাড়াতে আমোদ–
             কত কষ্টে করেছিনু অশ্রুবারি রোধ।
       কিন্তু পারি নে যে সখা–     যাতনা থাকে না ঢাকা,
             মর্ম হতে উচ্ছ্বসিয়া উঠে অশ্রুজল।
       ব্যথায় পাইয়া ব্যথা          যদি গো শুধাতে কথা
             অনেক নিভিত তবু এ হৃদি-অনল।
       কেবল উপেক্ষা সহি        বলো গো কেমনে রহি।
             কেমনে বাহিরে মুখে হাসিব কেবল॥