প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
গুণবতী। মহারাজ!
গোবিন্দমাণিক্য। প্রিয়তমে!
গুণবতী। আজ দেবী নাই —
তুমি মোর একমাত্র রয়েছ দেবতা।
প্রণাম
গোবিন্দমাণিক্য। গেছে পাপ। দেবী আজ এসেছে ফিরিয়া
আমার দেবীর মাঝে।
অপর্ণা। পিতা, চলে এসো!
রঘুপতি। পাষাণ ভাঙিয়া গেল — জননী আমার
এবারে দিয়েছে দেখা প্রত্যক্ষ প্রতিমা!
জননী অমৃতময়ী!
অপর্ণা। পিতা, চলে এসো!