নটীর পূজা
প্রণাম ও শঙ্খধ্বনি। ধূপপাত্রকে ঘিরিয়া
গন্ধ-সম্ভার-যুত্তেন ধূপেনাহং সুগন্ধিনা
পুজয়ে পূজনেয্যন্ত্যং পূজাভাজনমুত্তমং।


শঙ্খধ্বনি ও প্রণাম
শ্রীমতী প্রদীপের থালা ঘেরিয়া
ঘনসারপ্পদিত্তেন দীপেন তমধংসিনা
তিলোকদীপং সম্বুদ্ধং পূজয়ামি তমোনুদং।


শঙ্খধ্বনি ও প্রণাম। আহার্য নৈবেদ্য ঘেরিয়া
অধিবাসেতু নো ভন্তে ভোজনং পরিকপ্পিতং
অনুকম্পং উপাদায় পতিগণ্‌ হাতুমমুত্তমং।


শঙ্খধ্বনি ও প্রণাম। জানু পাতিয়া

যো সন্নিসিন্নো বরবোধিমূলে

মারস্‌‍স সনং মহতিং বিজেত্বা

সম্বোধি মাগচ্ছি অনন্তঞ‍্ঞাণো

লোকুত্তমো তং পণমামি বুদ্ধং।


বনের প্রবেশপথে পূজা সমাধা হল। এবার চলো স্তূপমূলে।

মালতী। কিন্তু শ্রীমতীদিদি ঐ দেখো, এদিকের পথ বেড়া দিয়ে বন্ধ।

শ্রীমতী। বেড়া ডিঙিয়ে যেতে পারব, চলো।

নন্দা। বোধ হচ্ছে রাজার নিষেধ!

শ্রীমতী। কিন্তু প্রভুর আদেশ আছে।

নন্দা। কী ভয়ংকর গর্জন! একি রাষ্ট্রবিপ্লব!

শ্রীমতী। গান ধরো।

গান

বাঁধন-ছেঁড়ার সাধন হবে।

ছেড়ে যাব তীর মাভৈঃ রবে।

    যাঁহার হাতের বিজয়মালা

    রুদ্রদাহের বহ্নিজ্বালা,

        নমি নমি নমি সে ভৈরবে।

কাল-সমুদ্রে আলোর যাত্রী।

শূন্যে যে ধায় দিবসরাত্রি।