বাল্মীকিপ্রতিভা
      করেছি ছারখার—
কত গ্রাম পল্লী লুটে-পুটে করেছি একাকার।

 

প্রথম দস্যু।   আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ,
              এ সব     আনতে কত লণ্ডভণ্ড করনু যজ্ঞ-যাগ।
দ্বিতীয় দস্যু।   কাজের বেলায় উনি কোথা যে ভাগেন,
              ভাগের বেলায় আসেন আগে     আরে দাদা!
প্রথম দস্যু।  এত বড়ো আস্পর্ধা তোদের, মোরে নিয়ে এ কী হাসি-তামাশা!
              এখনি মুণ্ড করিব খণ্ড, খবরদার রে খবরদার!
দ্বিতীয় দস্যু।   হাঃ হাঃ, ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার!
              আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।
তৃতীয় দস্যু।  এমনি যোদ্ধা উনি, পিঠেতেই দাগ,
              তলোয়ারে মরিচা মুখেতেই রাগ।
প্রথম দস্যু।  আর যে এ-সব সহে না প্রাণে,
              নাহি কি তোদের প্রাণের মায়া?
              দারুণ রাগে কাঁপিছে অঙ্গ—
              কোথা রে লাঠি কোথা রে ঢাল?
      সকলে।  হাঃ হাঃ,ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার!
              আজি    বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।
বাল্মীকির প্রবেশ
  সকলে।  এক ডোরে বাঁধা আছি মোরা সকলে।
              না মানি বারণ,না মানি শাসন,না মানি কাহারে।
              কে বা রাজা, কার রাজ্য, মোরা কী জানি—
              প্রতি জনেই রাজা মোরা, বনই রাজধানী!
              রাজা প্রজা,উঁচু নিচু, কিছু না গনি!
              ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে না করি ভয়,
              মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয়!
বাল্মীকির প্রতি
প্রথম দস্যু।  এখন করব কী বল্‌।
   সকলে।                      এখন করব কী বল্‌।
প্রথম দস্যু।  হো রাজা, হাজির রয়েছে দল।