বোঝাপড়া 
       
মনেরে আজ কহ যে,   
 ভালো মন্দ যাহাই আসুক 
       
সত্যেরে লও সহজে। 
             
কেউ বা তোমায় ভালোবাসে 
                  
কেউ বা বাসতে পারে না যে, 
             
কেউ বিকিয়ে আছে, কেউ বা 
                  
সিকি পয়সা ধারে না যে, 
             
কতকটা যে স্বভাব তাদের 
                  
কতকটা বা তোমারো ভাই, 
             
কতকটা এ ভবের গতিক— 
                  
সবার তরে নহে সবাই। 
             
তোমায় কতক ফাঁকি দেবে 
                  
তুমিও কতক দেবে ফাঁকি, 
             
তোমার ভোগে কতক পড়বে 
                  
পরের ভোগে থাকবে বাকি, 
             
মান্ধাতারই আমল থেকে 
                  
চলে আসছে এমনি রকম— 
             
তোমারি কি এমন ভাগ্য 
                  
বাঁচিয়ে যাবে সকল জখম! 
                                  
মনেরে আজ কহ যে, 
                            
ভালো মন্দ যাহাই আসুক 
   
                               
সত্যেরে লও সহজে। 
   
              
অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি 
                   
এলে সুখের বন্দরেতে, 
              
জলের তলে পাহাড় ছিল 
                   
লাগল বুকের অন্দরেতে, 
              
মুহূর্তেকে পাঁজরগুলো   
                   
উঠল কেঁপে আর্তরবে— 
              
তাই নিয়ে কি সবার সঙ্গে