উদাসীন

হাল ছেড়ে আজ বসে আছি আমি,

      ছুটি নে কাহারো পিছুতে।

মন নাহি মোর কিছুতেই, নাই

                     কিছুতে।

      নির্ভয়ে ধাই সুযোগ - কুযোগ বিছুরি,

      খেয়াল - খবর রাখি নে তো কোনো - কিছুরি—

      উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা      

                 সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি

                                        নিচুতে।

                 হাল ছেড়ে আজ বসে আছি আমি

                         ছুটি নে কাহারো পিছুতে—

                 মন নাহি মোর কিছুতেই, নাই

                                       কিছুতে।

 

যেথা - সেথা ধাই, যাহা - তাহা পাই—

        ছাড়ি নেকো ভাই, ছাড়ি নে।

তাই ব'লে কিছু কাড়াকাড়ি ক'রে

                        কাড়ি নে।

            যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি,

            বকি নে কারেও, শুনি নে কাহারো বকুনি—

            কথা যত আছে মনের তলায় তলিয়ে

                 ভুলেও কখনো সহসা তাদের

                                 নাড়ি নে।

                 যেথা - সেথা ধাই, যাহা - তাহা পাই—

                         ছাড়ি নেকো ভাই, ছাড়ি নে।

                 তাই ব'লে কিছু তাড়াতাড়ি ক'রে

                                     কাড়ি নে।

 

মন - দে'য়া - নে'য়া অনেক করেছি,

            মরেছি হাজার মরণে—