চণ্ডালিকা
পথ বেয়ে বৌদ্ধ ভিক্ষুগণ

   ভিক্ষুগণ।  যো সন্নিসিন্নো বরবোধিমূলে
                   মারস্‌স সেনং মহতিং বিজেত্বা
                   সম্বোধি মাগঞ্ছি অনন্তঞ্‌ঞাণো
                   লোকুত্তমো তং পণমামি বুদ্ধং॥


প্রস্থান
প্রকৃতির মা মায়ার প্রবেশ

   মা।  কী যে ভাবিস তুই অন্যমনে– নিষ্কারণে–
                        বেলা বহে যায়, বেলা বহে যায় যে।
                   রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং।
                          বেলা বহে যায়।
                        রৌদ্র হয়েছে অতি তিখনো,
              তোর   আঙিনা হয় নি নিকোনো।
                      তোলা হল না জল,  পাড়া হল না ফল।
                   কখন্‌ বা চুলো তুই ধরাবি।
                   কখন্‌ ছাগল তুই চরাবি।
                       ত্বরা কর্, ত্বরা  কর্, ত্বরা কর্–
                       জল তুলে নিয়ে তুই চল্‌ ঘর্।
                   রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং।
                       ওই যে বেলা বহে যায়॥ স্বরলিপি
           প্রকৃতি।  কাজ নেই, কাজ নেই মা,
                   কাজ নেই মোর ঘরকন্নায়।
                   যাক ভেসে যাক, যাক ভেসে সব বন্যায়।
                   জন্ম কেন দিলি মোরে,
                   লাঞ্ছনা জীবন ভ’রে –
                   মা হয়ে আনিলি এই অভিশাপ!
                   কার কাছে বল্‌ করেছি কোন্‌ পাপ,
                   বিনা অপরাধে এ কী ঘোর অন্যায়॥ স্বরলিপি
              মা।  থাক্‌ তবে থাক্‌ তুই পড়ে