প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
অনুচর। সাত
দেশেতে খুঁজে খুঁজে গো,
শেষকালে এক ঠাঁই
ভাগ্যে দেখা পেলেম রক্ষা তাই। স্বরলিপি
মা। কেন গো, কী চাই। স্বরলিপি
অনুচর। রানীমার পোষা
পাখি কোথায় উড়ে গেছে–
সেই নিদারুণ শোকে
ঘুম নেই তাঁর চোখে ও
চারণের বউ।
ফিরিয়ে এনে দিতেই হবে তোকে ও চারণের বউ। স্বরলিপি
মা। উড়োপাখি আসবে ফিরে এমন কী গুণ জানি। স্বরলিপি
অনুচর। মিথ্যে ওজর
শুনব না, শুনব না–
শুনবে না তোর রানী।
জাদু ক’রে মন্ত্র প’ড়ে ফিরে আনতেই হবে,
খালাস পাবি তবে ও চারণের বউ॥ স্বরলিপি