চণ্ডালিকা
                           মন্ত্র খাটবে মা, খাটবে॥ স্বরলিপি

 মা।  এইবার আয়নার সামনে নাচ্ দেখি তুই,
                দেখ্ দেখি কী ছায়া পড়ল॥ স্বরলিপি


প্রকৃতির নৃত্য

   প্রকৃতি।  লজ্জা!  ছি ছি লজ্জা!
                     আকাশে তুলি দুই বাহু
                          অভিশাপ দিচ্ছেন কারে।
                নিজেরে মারছেন বহ্নির বেত্র,
                      শেল বিঁধছেন যেন আপনার মর্মে॥ স্বরলিপি
           মা।  ওরে বাছা, এখনি অধীর হলি যদি,
                      শেষে তোর কী হবে দশা॥ স্বরলিপি
        প্রকৃতি।  আমি দেখব না, আমি দেখব না,
                      আমি দেখব না তোর দর্পণ।
                বুক ফেটে যায়, যায় গো, বুক ফেটে যায়।
                        আমি দেখব না।
                   কী ভয়ঙ্কর দুঃখের ঘূর্ণিঝঞ্ঝা–
                মহান বনস্পতি ধুলায় কি লুটাবে,
                        ভাঙবে কি অভ্রভেদী তার গৌরব।
                আমি দেখব না, আমি দেখব না,
                        আমি দেখব না তোর দর্পণ– না না না স্বরলিপি
           মা।  থাক্‌ থাক্‌ তবে, থাক্‌ এই মায়া।
                প্রাণপণে ফিরিয়ে আনব মোর মন্ত্র–
                   নাড়ী যদি ছিঁড়ে যায় যাক,
                        ফুরায়ে যায় যদি যাক নিঃশ্বাস॥ স্বরলিপি
        প্রকৃতি।  সেই ভালো, মা, সেই ভালো।
                        থাক্‌ তোর মন্ত্র, থাক্‌ তোর–
                   আর কাজ নাই, কাজ নাই, কাজ নাই।...
           না না না– পড়্ মন্ত্র তুই, পড়্ তোর মন্ত্র–
                     পথ তো আর নেই বাকি।
                আসবে সে, আসবে সে, আসবে,