প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার | 
						
							 | 
						
							 | 
					
  
বন্ধু।  তুমি ইন্দ্রমণির হার
                
এনেছ  সুবর্ণদ্বীপ থেকে।
                    
তোমার  ইন্দ্রমণির হার–
              
রাজমহিষীর কানে যে তার  খবর দিয়েছে কে।
              
দাও আমায়,  রাজবাড়িতে দেব বেচে
                    
ইন্দ্রমণির হার–
     
         চিরদিনের
মতো তুমি যাবে বেঁচে॥ স্বরলিপি
     
বজ্রসেন।        
না না না বন্ধু,
              
আমি অনেক করেছি বেচাকেনা,
                     
অনেক হয়েছে লেনাদেনা–
                         
না না না,
              
এ তো  হাটে বিকোবার নয় হার–
            
       না
না না।
                
কণ্ঠে দিব আমি তারি
              
যারে বিনা মূল্যে দিতে পারি–
                
ওগো,  আছে সে কোথায়,
                    
আজও তারে হয় নাই চেনা।
                      
না না না বন্ধু॥ স্বরলিপি
        
বন্ধু।  ও  জান না কি 
      
          পিছনে
তোমার রয়েছে রাজার চর॥ স্বরলিপি
      বজ্রসেন। 
জানি জানি, তাই তো আমি
                    
চলেছি দেশান্তর
             
এ মানিক  পেলেম আমি অনেক দেবতা পূজে
                       
বাধার সঙ্গে যুঝে–
             
এ মানিক  দেব যারে অমনি তারে পাব খুঁজে,
                  
চলেছি দেশ-দেশান্তর॥ স্বরলিপি