লেখন

রঙের খেয়ালে আপনা খোয়ালে,

          হে মেঘ, করিলে খেলা।

চাঁদের আসরে যবে ডাকে তোরে

          ফুরাল যে তোর বেলা॥                               ৪৫

 

স্খলিত পালখ ধূলায় জীর্ণ

            পড়িয়া থাকে।

আকাশে ওড়ার স্মরণচিহ্ন

            কিছু না রাখে॥                                    ৪৬

 

পথে হল দেরি, ঝরে গেল চেরি —

            দিন   বৃথা গেল, প্রিয়া।

তবুও তোমার ক্ষমাহাসি বহি

            দেখা দিল আজেলিয়া॥                            ৪৭

 

যখন পথিক এলেম কুসুমবনে

            শুধু আছে কুঁড়ি দুটি।

চলে যাব যবে, বসন্তসমীরণে

            কুসুম উঠিবে ফুটি॥                               ৪৮

 

হে মহাসাগর বিপদের লোভ দিয়া

ভুলায়ে বাহির করেছ মানবহিয়া।

নিত্য তোমার ভয়ের ভীষণ বাণী

দুঃসাহসের পথে তারে আনে টানি॥                           ৪৯

 

গগনে গগনে নব নব দেশে রবি

নব প্রাতে জাগে নূতন জনম লভি॥                           ৫০

 

জোনাকি সে ধূলি খুঁজে সারা,

জানে না আকাশে আছে তারা॥                               ৫১