খেলা-ভোলা

তুই কি ভাবিস, দিনরাত্তির

          খেলতে আমার মন?

কক্‌খনো তা সত্যি না মা —

          আমার কথা শোন্‌।

সেদিন ভোরে দেখি উঠে

বৃষ্টিবাদল গেছে ছুটে,

রোদ উঠেছে ঝিলমিলিয়ে

          বাঁশের ডালে ডালে ;

ছুটির দিনে কেমন সুরে

পুজোর সানাই বাজছে দূরে,

তিনটে শালিখ ঝগড়া করে

          রান্নাঘরের চালে —

খেলনাগুলো সামনে মেলি

কী যে খেলি, কী যে খেলি,

সেই কথাটাই সমস্তখন

          ভাবনু আপন মনে।

লাগল না ঠিক কোনো খেলাই,

কেটে গেল সারাবেলাই,

রেলিঙ ধরে রইনু বসে

          বারান্দাটার কোণে।

 

 

খেলা - ভোলার দিন মা, আমার

          আসে মাঝে মাঝে।

সেদিন আমার মনের ভিতর

          কেমনতরো বাজে।

শীতের বেলায় দুই পহরে

দূরে কাদের ছাদের ’পরে

ছোট্ট মেয়ে রোদদুরে   দেয়

          বেগনি রঙের শাড়ি।