আত্মসমর্পণ
      
আমি    এ কেবল মিছে বলি,
      
শুধু    আপনার মন ছলি।
       কঠিন বচন
শুনায়ে তোমারে
           
আপন মর্মে জ্বলি।
       থাক্ তবে
থাক্ ক্ষীণ প্রতারণা,
       কী হবে
লুকায়ে বাসনা বেদনা,
       যেমন আমার
হৃদয়-পরান
           
তেমনি দেখাব খুলি।
 
      
আমি    মনে করি যাই দূরে,
      
তুমি    রয়েছ বিশ্ব জুড়ে।
       যত দূরে
যাই ততই তোমার
           
কাছাকাছি ফিরি ঘুরে।
       চোখে চোখে
থেকে কাছে নহ তবু,
       দূরেতে
থেকেও দূর নহ কভু,
       সৃষ্টি
ব্যাপিয়া রয়েছ তবুও
           
আপন অন্তঃপুরে।
 
      
আমি    যেমনি করিয়া চাই,
      
আমি    যেমনি করিয়া গাই,  
      বেদনাবিহীন ওই হাসিমুখ
           
সমান দেখিতে পাই।
       ওই রূপরাশি
আপনা বিকাশি
       রয়েছে
পূর্ণ গৌরবে ভাসি,
       আমার
ভিখারি প্রাণের বাসনা
           
হোথায় না পায় ঠাঁই।
 
      
শুধু    ফুটন্ত ফুলমাঝে
      
দেবী,    তোমার চরণ সাজে।
       অভাবকঠিন
মলিন মর্ত