মানসী
                
পুষ্প-অর্ঘ্য দান।
       দিবানিশি
অবিরল       লয়ে
শ্বাস অশ্রুজল
                
লয়ে হাহুতাশ
      চির ক্ষুধাতৃষা লয়ে
আঁখির সম্মুখে
                
করিব না বাস।
 
      তোমার
প্রেমের ছায়া আমারে ছাড়ায়ে
                
পড়িবে জগতে,
      মধুর আঁখির আলো পড়িবে
সতত
                
সংসারের পথে।
      দূরে যাবে ভয়
লাজ,      সাধিব আপন কাজ
                
শতগুণ বলে—
      বাড়িবে আমার প্রেম
পেয়ে তব প্রেম,
           
     দিব তা সকলে।
 
      নহে তো আঘাত
করো কঠোর কঠিন
                
কেঁদে যাই চলে।
      কেড়ে লও বাহু তব,
ফিরে লও আঁখি,
                
প্রেম দাও দ’লে।
      কেন এ
সংশয়ডোরে   বাঁধিয়া রেখেছ মোরে,
                
বহে যায় বেলা।
      জীবনের কাজ আছে—
প্রেম নহে ফাঁকি,
                
প্রাণ নহে খেলা।