সংশয়ের আবেগ
      ভালোবাস কি
না বাস বুঝিতে পারি নে,
               
তাই কাছে থাকি।
      তাই তব মুখপানে
রাখিয়াছি মেলি
               
সর্বগ্রাসী আঁখি।
      তাই সারা
রাত্রিদিন    শ্রান্তি তৃপ্তি-নিদ্রাহীন
               
করিতেছি পান
      যতটুকু হাসি পাই,
যতটুকু কথা,
               
যতটুকু গান।
 
      তাই কভু
ফিরে যাই, কভু ফেলি শ্বাস,
             
  কভু ধরি হাত।
      কখনো কঠিন কথা, কখনো
সোহাগ,
               
কভু অশ্রুপাত।
      তুলি ফুল দেব
ব’লে,    ফেলে দিই ভূমিতলে
               
করি’ খান খান।
      কখনো আপন মনে আপনার
সাথে
               
করি অভিমান।
 
      জানি যদি
ভালোবাস চির-ভালোবাসা
      
         জনমে
বিশ্বাস,
      যেথা তুমি যেতে বল
সেথা যেতে পারি—
               
ফেলি নে নিশ্বাস।
     তরঙ্গিত এ
হৃদয়      
তরঙ্গিত সমুদয়
                
বিশ্বচরাচর
      মুহূর্তে হইবে শান্ত,
টলমল প্রাণ
                
পাইবে নির্ভর।
 
      বাসনার
তীব্র জ্বালা দূর হয়ে যাবে,
                
যাবে অভিমান,
      হৃদয়দেবতা হবে, করিব
চরণে