জন্মকথা

                 খোকা মাকে শুধায় ডেকে —

                 ‘ এলেম আমি কোথা থেকে,

          কোন্‌খানে তুই কুড়িয়ে পেলি আমারে। '

                 মা শুনে কয় হেসে কেঁদে

                 খোকারে তার বুকে বেঁধে —

          ‘ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে।

 

                 ছিলি আমার পুতুল - খেলায়,

                 প্রভাতে শিবপূজার বেলায়

          তোরে আমি ভেঙেছি আর গড়েছি।

                 তুই আমার ঠাকুরের সনে

                 ছিলি পূজার সিংহাসনে,

          তাঁরি পূজায় তোমার পূজা করেছি।

 

                 আমার চিরকালের আশায়,

                 আমার সকল ভালোবাসায়,

          আমার মায়ের দিদিমায়ের পরানে —

                 পুরানো এই মোদের ঘরে

                 গৃহদেবীর কোলের ‘পরে

          কতকাল যে লুকিয়ে ছিলি কে জানে।

 

                 যৌবনেতে যখন হিয়া

                 উঠেছিল প্রস্ফুটিয়া,

          তুই ছিলি সৌরভের মতো মিলায়ে,

                 আমার তরুণ অঙ্গে অঙ্গে

                 জড়িয়ে ছিলি সঙ্গে সঙ্গে

          তোর লাবণ্য কোমলতা বিলায়ে।

 

                 সব দেবতার আদরের ধন

                 নিত্যকালের তুই পুরাতন,