কথা

লয়ে প্রজাগণে পুরপরিখার

বাহিরে ফেলেছে, করি’ পরিহার

        বিষাক্ত তার সঙ্গ।

 

 

সন্ন্যাসী বসি আড়ষ্ট শির

        তুলি নিল নিজ অঙ্কে —

ঢালি দিল জল শুষ্ক অধরে,

মন্ত্র পড়িয়া দিল শির - ’পরে,

লেপি দিল দেহ আপনার করে

        শীতচন্দনপঙ্কে।

 

 

ঝরিছে মুকুল, কূজিছে কোকিল,

        যামিনী জোছনামত্তা।

‘কে এসেছ তুমি ওগো দয়াময়’

শুধাইল নারী, সন্ন্যাসী কয় —

‘আজি রজনীতে হয়েছে সময়,

        এসেছি বাসবদত্তা!’