প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
|
![]() |
ভাঙিয়া দেখিলে ছিছি নারীর হৃদয়!
আজিও তো সেই আসে বসন্ত শরৎ।
সবাই যেমন ছিল, আছে অবিকল—
কেহ উঁকি মারে নাই তাহাদের প্রাণে—
আমি আজ ছিন্ন ফুল রাজপথে পড়ি,
নিতান্ত ব্যথায় ব্যথী ভালোবাসা দিয়ে
মুখ ফিরাতেছ সখা, আজ কী বলিয়া!
তুমি তো ফিরিয়া যাবে আজ বই কাল—