প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
|
![]() |
আপন অন্তরে আমি ছিলাম আপনি—
তুলিতে পূজার ফুল যেতেম যখন
সেই কুহরিত পিক শিরীষের ডালে,
বসন্তে উঠিত ফুটে বনে বেলফুল,
বরষায় ঘনঘটা, বিজুলি খেলায়—
বর্ষ আসে বর্ষ যায়, গৃহকাজ করি—
লুকানো প্রাণের প্রেম পবিত্র সে কত!