কবির প্রতি নিবেদন
            হেথা কেন দাঁড়ায়েছ, কবি,
            যেন কাষ্ঠপুত্তলছবি?
চারি দিকে লোকজন                 চলিতেছে সারাখন,
            আকাশে উঠিছে খর রবি।

 

             কোথা তব বিজন ভবন,
             কোথা তব মানসভুবন?
তোমারে ঘেরিয়া ফেলি          কোথা সেই করে কেলি
               কল্পনা, মুক্ত পবন?

 

                 নিখিলের আনন্দধাম
                 কোথা সেই গভীর বিরাম?
জগতের গীতধার                 কেমনে শুনিবে আর?
                 শুনিতেছ আপনারই নাম।

 

                আকাশের পাখি তুমি ছিলে,
                 ধরণীতে কেন ধরা দিলে?
বলে সবে বাহা-বাহা,                  সকলে পড়ায় যাহা
                 তুমি তাই পড়িতে শিখিলে!

 

                  প্রভাতের আলোকের সনে
                  অনাবৃত প্রভাতগগনে
বহিয়া নূতন প্রাণ                  ঝরিয়া পড়ে না গান
                  ঊর্ধ্বনয়ন এ ভুবনে।

 

                  পথ হতে শত কলরবে
                  ‘গাও গাও’ বলিতেছে সবে।
ভাবিতে সময় নাই—              গান চাই, গান চাই,
                  থামিতে চাহিছে প্রাণ যবে।