মানসী
প্রকৃতি শান্তমুখে
ছুটায় গগনবুকে
গ্রহতারাময় তার রথ।
সবাই আপন কাজে ধায়,
পাশে কেহ ফিরিয়া না চায়।
ফুটে
চিররূপরাশি
চিরমধুময় হাসি,
আপনারে দেখিতে না পায়।
হোথা দেখো একেলা আপনি
আকাশের তারা গনি গনি
ঘোর নিশীথের
মাঝে
কে জাগে আপন কাজে,
সেথায় পশে না কলধ্বনি।
দেখো হোথা
নূতন জগৎ—
ওই কারা আত্মহারাবৎ
যশ-অপযশ-বাণী
কোনো কিছু নাহি মানি
রচিছে
সুদূর ভবিষ্যৎ।
ওই দেখো,
না পুরিতে আশ
মরণ করিল কারে গ্রাস।
নিশি না হইতে
সারা
খসিয়া পড়িল তারা,
রাখিয়া গেল না ইতিহাস।
ওই কারা
গিরির মতন
আপনাতে
আপনি বিজন—
হৃদয়ের স্রোত
উঠি
গোপন আলয় টুটি
দূর দূর করিছে মগন।
ওই কারা
বসে আছে দূরে
কল্পনা-উদয়াচল-পুরে—
অরুণপ্রকাশ-প্রায়
আকাশ ভরিয়া যায়
প্রতিদিন নব নব সুরে।