অনন্ত প্রেম
তোমারেই যেন ভালোবাসিয়াছি
       
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
    চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
       
গাঁথিয়াছে গীতহার,
    কত রূপ ধরে পরেছ গলায়,
       
নিয়েছ সে উপহার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
 
যত শুনি সেই অতীত কাহিনী,
       
প্রাচীন প্রেমের ব্যথা,
    অতি পুরাতন বিরহমিলনকথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে
       
দেখা দেয় অবশেষে
    কালের তিমিররজনী ভেদিয়া
       
তোমারি মুরতি এসে,
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।
 
    আমরা দুজনে ভাসিয়া এসেছি
       
যুগল প্রেমের স্রোতে
অনাদিকালের হৃদয়-উৎস হতে।
    আমরা দুজনে করিয়াছি খেলা
       
কোটি প্রেমিকের মাঝে
    বিরহবিধুর নয়নসলিলে,
       
মিলনমধুর লাজে—
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
 
    আজি সেই চিরদিবসের প্রেম
       
অবসান লভিয়াছে
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।