৩৫

এসো হে এসো, সজল ঘন,

       বাদলবরিষনে —

বিপুল তব শ্যামল স্নেহে

       এসো হে এ জীবনে।

                    এসো হে গিরিশিখর চুমি,

                    ছায়ায় ঘিরি কাননভূমি —

                     গগন ছেয়ে এসো হে তুমি

                           গভীর গরজনে।

ব্যথিয়ে উঠে নীপের বন

       পুলকভরা ফুলে।

উছলি উঠে কলরোদন

       নদীর কূলে কূলে।

                    এসো হে এসো হৃদয়ভরা,

                    এসো হে এসো পিপাসা-হরা,

                     এসো হে আঁখি-শীতল-করা

                           ঘনায়ে এসো মনে।