৫১

কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ

       জ্বালিয়ে তুমি ধরায় আস।

সাধক ওগো, প্রেমিক ওগো,

       পাগল ওগো, ধরায় আস।

 

                    এই    অকুল সংসারে

       দুঃখ-আঘাত তোমার প্রাণে বীণা ঝংকারে।

                    ঘোর বিপদ-মাঝে

       কোন্‌ জননীর মুখের হাসি দেখিয়া হাস।

       তুমি         কাহার সন্ধানে

সকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে।

       এমন         ব্যাকুল করে

কে তোমারে কাঁদায় যারে ভালোবাস।

                    তোমার      ভাবনা কিছু নাই —

       কে যে তোমার সাথের সাথি ভাবি মনে তাই।

                    তুমি    মরণ ভুলে

       কোন্‌ অনন্ত প্রাণসাগরে আনন্দে ভাস।