প্রণাম

তোমার প্রণাম এ যে তারি আভরণ

      যারে তুমি করেছ বরণ।

      তুমি মূল্য দিলে তারে

           দুর্লভ পূজার অলংকারে।

      ভক্তিসমুজ্জ্বল চোখে

তাহারে হেরিলে তুমি যে শুভ্র আলোকে

           সে আলো করালো তারে স্নান ;

                 দীপ্যমান মহিমার দান

                       পরাইল ললাটের'পর।

     হোক সে দেবতা কি কিংবা নর,

তোমারই হৃদয় হতে বিচ্ছুরিত রশ্মির ছটায়

      দিব্য আবির্ভাবে তার প্রকাশ ঘটায়।

           তার পরিচয়খানি

      তোমাতেই লভিয়াছে জয়বাণী।

      রচিয়া দিয়াছে তার সত্য স্বর্গপুরী

                 তোমারই এ প্রীতির মাধুরী

           যে অমৃত করে পান

  ঢালে তাহা তোমারই এ উচ্ছ্বসিত প্রাণ।

                 তব শির নত

           দিক্‌রেখায় অরুণের মতো,

           তারি'পরে দেবতার অভ্যুদয়

   রূপ লভে সুপ্রসন্ন পুণ্য জ্যোতির্ময়।