গীতোচ্ছ্বাস

নীরব বাঁশরিখানি বেজেছে আবার।

প্রিয়ার বারতা বুঝি এসেছে আমার

বসন্তকাননমাঝে বসন্তসমীরে!

তাই বুঝি মনে পড়ে ভোলা গান যত!

তাই বুঝি ফুলবনে জাহ্নবীর তীরে

পুরাতন হাসিগুলি ফুটে শত শত!

তাই বুঝি হৃদয়ের বিস্মৃত বাসনা

জাগিছে নবীন হয়ে পল্লবের মতো!

জগতকমলবনে কমল - আসনা

কতদিন পরে বুঝি তাই এল ফিরে!

সে এল না, এল তার মধুর মিলন!

বসন্তের গান হয়ে এল তার স্বর!

দৃষ্টি তার ফিরে এল, কোথা সে নয়ন?

চুম্বন এসেছে তার, কোথা সে অধর?