কর্ণধার

ওগো আমার প্রাণের কর্ণধার,

     দিকে দিকে ঢেউ জাগালো

               লীলার পারাবার।

          আলোক-ছায়া চমকিছে

          ক্ষণেক আগে ক্ষণেক পিছে,

          অমার আঁধার ঘাটে ভাসায়

                   নৌকা পূর্ণিমার।

               ওগো কর্ণধার

          ডাইনে বাঁয়ে দ্বন্দ্ব লাগে

                   সত্যের মিথ্যার।

 

ওগো আমার লীলার কর্ণধার,

     জীবন-তরী মৃত্যুভাঁটায়

               কোথায় করো পার।

          নীল আকাশের মৌনখানি

          আনে দূরের দৈববাণী,

          গান করে দিন উদ্দেশহীন

                অকূল শূন্যতার।

     তুমি ওগো লীলার কর্ণধার

          রক্তে বাজাও রহস্যময়

                   মন্ত্রের ঝংকার।

 

     তাকায় যখন নিমেষহারা

     দিনশেষের প্রথমতারা

          ছায়াঘন কুঞ্জবনে

          মন্দ মৃদু গুঞ্জরণে

          বাতাসেতে জাল বুনে দেয়

                    মদির তন্দ্রার।

          স্বপ্নস্রোতে লীলার কর্ণধার

               গোধূলিতে পাল তুলে দাও