৩৯

হে রাজেন্দ্র, তব হাতে কাল অন্তহীন।

 

গণনা কেহ না করে, রাত্রি আর দিন

আসে যায়, ফুটে ঝরে যুগযুগন্তরা।

বিলম্ব নাহিক তব, নাহি তব ত্বরা —

প্রতীক্ষা করিতে জান। শতবর্ষ ধ’রে

একটি পুষ্পের কলি ফুটাবার তরে

চলে তব ধীর আয়োজন। কাল নাই

আমাদের হাতে ; কাড়াকাড়ি করে তাই

সবে মিলে ; দেরি কারো নাহি সহে কভু।

 

আগে তাই সকলের সব সেবা, প্রভু,

শেষ করে দিতে দিতে কেটে যায় কাল —

শূন্য পড়ে থাকে হায় তব পূজা-থাল।

 

অসময়ে ছুটে আসি, মনে বাসি ভয় —

এসে দেখি, যায় নাই তোমার সময়।