স্ফুলিঙ্গ
                  বহন করিয়া চলে
                       সিন্ধু ও ধরণীর সখ্য।

 

   ১০৭

 

রেণু কোথায় লুকিয়ে থাকে
        ফুলের মধ্যখানে,
বাতাসেতে গন্ধ তাহার
        ছড়ায় সুদূর-পানে।

 

   ১০৮

 

রৌদ্রী তপস্যার তাপে জ্বলন্ত বৈশাখে
মোর জন্ম রবিদৌত্যে যদি এনে থাকে
      নব আলোকের লিপিখানি
            সে মোর সৌভাগ্য বলে জানি।

 

   ১০৯

 

লিখন দিয়ে স্মৃতিরে কি
            রাখবে চিরদিন?
লিখন রবে, স্মৃতি হবে
            কোন্‌ আঁধারে লীন।

 

পাখির সময় হলে সে কি
            মান্‌বে খাঁচার মানা—
রইবে না সে, রবে কেবল
            লোহার খাঁচাখানা।

 

   ১১০

 

লেখা আসে ভিড় ক’রে,