স্ফুলিঙ্গ
বসে তার মেলা—
কেহ আসে কেহ যায়
কেহ করে খেলা।
আখরেতে বাসা বাঁধে
ভাষা দিয়ে গাঁথা—
যে লেখে সে কোথা থাকে
প’ড়ে
থাকে খাতা।
১১১
শকতিহীনের দাপনি
আপনারে মারে আপনি।
১১২
শক্তির সংঘাত-মাঝে বিশ্বে যিনি শান্ত যিনি স্থির,
কর্মতাপে মর্মদাহে তিনি দিন শান্তিসুধানীর।
সংসারের আবর্তনে নির্বিচল যে মঙ্গলময়,
দুঃখে সুখে ক্ষতি-লাভে তিনি দিন ভয়হীন জয়।
বিশ্বের বৈচিত্র্য-মাঝে যিনি এক যিনি অদ্বিতীয়,
নিখিলেরে নিশিদিন করে দিন আমাদের প্রিয়।
যে মহা-একের পানে বিশ্বপদ্ম উঠিছে বিকশি
তিনিই আমার পিতা—
বলো, মন, বলো ‘পিতা নোহসি’।
১১৩
শান্তি নিজ-আবর্জনা দূর করিবারে
ঝাঁট দিতে থাকে বেগে—
ঝড় কহে তারে।