উৎসর্গ

      জটায় মাটি ব্যেপে।

 

ওগো ভোরের সরল পাখি,

      কহো আমায় কহো —

ছায়ায় ঢাকা দ্বিগুণ রাতে

      ঘুমিয়ে যখন রহ,

হঠাৎ তোমার কুলায় - ' পরে

কেমন করে প্রবেশ করে

আকাশ হতে আঁধার - পথে

      আলোর বার্তাবহ।

ওগো ভোরের সরল পাখি

      কহো আমায় কহো!

 

কোমল তোমার বুকের তলে

      রক্ত নেচে উঠে,

উড়বে বলে পুলক জাগে

      তোমার পক্ষপুটে।

চক্ষু মেলি পুবের পানে

নিদ্রা - ভাঙা নবীন গানে

অকুণ্ঠিত কণ্ঠ তোমার

      উৎস - সমান ছুটে।

কোমল তোমার বুকের তলে

      রক্ত নেচে উঠে।

 

এত আঁধার - মাঝে তোমার

      এতই অসংশয়!

বিশ্বজনে কেহই তোরে

      করে না প্রত্যয়।

তুমি ডাক, ‘ দাঁড়াও পথে,

সূর্য আসেন স্বর্ণরথে —

রাত্রি নয়, রাত্রি নয়,

      রাত্রি নয় নয়। '