৩৫
            ভোরের বেলায় কখন এসে
            পরশ করে গেছ হেসে।
আমার ঘুমের দুয়ার ঠেলে
কে সেই খবর দিল মেলে,
জেগে দেখি আমার আঁখি
            আঁখির জলে গেছে ভেসে।

মনে হল আকাশ যেন
            কইল কথা কানে কানে।
মনে হল সকল দেহ
            পূর্ণ হল গানে গানে।
হৃদয় যেন শিশিরনত
ফুটল পূজার ফুলের মতো
জীবননদী কূল ছাপিয়ে
            ছড়িয়ে গেল অসীম দেশে।