উৎসর্গ

      আজি ঝরঝর বাদরে।

      পথে লোক নাহি আর,

      রুদ্ধ করেছি দ্বার,

একা আছে প্রাণ ভূতলশয়ান

      আজিকার ভরা ভাদরে।

তুমি কি দুয়ারে আঘাত করিলে —

      তোমারে লব কি আদরে

      আজি ঝরঝর বাদরে।

 

তুমি যে এসেছ ভস্মমলিন

      তাপসমুরতি ধরিয়া।

      স্তিমিত নয়নতারা

      ঝলিছে অনলপারা,

সিক্ত তোমার জটাজুট হতে

      সলিল পড়িছে ঝরিয়া।

বাহির হইতে ঝড়ের আঁধার

      আনিয়াছ সাথে করিয়া

      তাপসমুরতি ধরিয়া।

 

নমি হে ভীষণ, মৌন, রিক্ত,

      এসো মোর ভাঙা আলয়ে।

      ললাটে তিলকরেখা

      যেন সে বহ্নিলেখা,

হস্তে তোমার লৌহদণ্ড

      বাজিছে লৌহবলয়ে।

শূন্য ফিরিয়া যেয়ো না অতিথি,

      সব ধন মোর না লয়ে।

      এসো এসো ভাঙা আলয়ে।