৫৪

চোখে দেখিস,    প্রাণে কানা।

হিয়ার মাঝে দেখ্‌ - না ধরে

ভুবনখানা।

প্রাণের সাথে সে যে গাঁথা,

সেথায় তারই আসন পাতা,

বাইরে তারে রাখিস তবু—

                  অন্তরে তার যেতে মানা?

 

তারই কণ্ঠে তোমার বাণী,

তোরই রঙে রঙিন তারই

                     বসনখানি।

যে জন তোমার বেদনাতে

লুকিয়ে খেলে দিনে রাতে

সামনে যে ওই রূপে রসে

                  সেই অজানা হল জানা।