৬৫

মেঘ বলেছে ‘যাব যাব ',

           রাত বলেছে ‘যাই '।

সাগর বলে, ‘ কূল মিলেছে,

           আমি তো আর নাই। '

        দু : খ বলে, ‘ রইনু চুপে

        তাঁহার পায়ের চিহ্নরূপে। '

        আমি বলে, ‘ মিলাই আমি,

                আর কিছু না চাই। '

 

ভুবন বলে, ‘ তোমার তরে

            আছে বরণমালা। '

গগন বলে, ‘ তোমার তরে

             লক্ষ প্রদীপ জ্বালা। '

প্রেম বলে যে, ‘ যুগে যুগে

তোমার লাগি আছি জেগে। '

মরণ বলে, ‘ আমি তোমার

              জীবন - তরী বাই। '