প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
যে দিল ঝাঁপ ভবসাগর - মাঝখানে—
কূলের কথা ভাবে না সে,
চায় না কভু তরীর আশে,
আপন সুখে সাঁতার - কাটা সেই জানে
ভবসাগর - মাঝখানে।
রক্ত যে তার মেতে ওঠে
মহাসাগর - কল্লোলে,
ওঠা - পড়ার ছন্দে হৃদয়
ঢেউয়ের সাথে ঢেউ তোলে।
অরুণ - আলোর আশিস লয়ে
অস্তরবির আদেশ বয়ে
আপন সুখে যায় যে চলে কার পানে
ভবসাগর - মাঝখানে।