৯২

এখানে তো বাঁধা পথের

           অন্ত না পাই,

চলতে গেলে পথ ভুলি যে

           কেবল ই তাই।

তোমার জলে, তোমার স্থলে,

তোমার সুনীল আকাশ - তলে,

      কোনোখানে কোনো পথের

           চিহ্নটি নাই।

 

পথের খবর পাখির পাখায়

           লুকিয়ে থাকে।

তারার আগুন পথের দিশা

           আপনি রাখে।

ছয় ঋতু ছয় রঙিন রথে

যায় আসে যে বিনা পথে,

      নিজেরে সেই অচিন পথের

           খবর শুধাই।