১৮

নানা দুঃখে চিত্তের বিক্ষেপে

যাহাদের জীবনের ভিত্তি যায় বারংবার কেঁপে,

যারা অন্যমনা, তারা শোনো

আপনারে ভুলো না কখনো।

মৃত্যুঞ্জয় যাহাদের প্রাণ,

সব তুচ্ছতার ঊর্ধ্বে দীপ যারা জ্বালে অনির্বাণ,

তাহাদের মাঝে যেন হয়

তোমাদেরি নিত্য পরিচয়।

তাহাদের খর্ব কর যদি

খর্বতার অপমানে বন্দী হয়ে রবে নিরবধি।

তাদের সন্মানে মান নিয়ো

বিশ্বে যারা চিরস্মরণীয়।