Christina Rossetti

কেমনে কী হল পারি নে বলিতে,

         এইটুকু শুধু জানি —

নবীন কিরণে ভাসিছে সে দিন

          প্রভাতের তনুখানি।

বসন্ত তখনো কিশোর কুমার,

         কুঁড়ি উঠে নাই ফুটি,

শাখায় শাখায় বিহগ বিহগী

         বসে আছে দুটি দুটি।

 

কী যে হয়ে গেল পারি নে বলিতে,

         এইটুকু শুধু জানি —

বসন্তও গেল, তাও চলে গেল

         একটি না কয়ে বাণী।

যা-কিছু মধুর সব ফুরাইল,

         সেও হল অবসান —

আমারেই শুধু ফেলে রেখে গেল

         সুখহীন ম্রিয়মাণ।