চিত্রবিচিত্র

             ডাল দিল সে পেতে —

মাথায় আমার সমান হল

             দুই বছর না যেতে।

একটি মাত্র গাছ সে আমার

             একটুকু সেই কোণ,

চিত্রকূটের পাহাড়-তলায়

             সেই হল মোর বন।

কেউ জানে না সেথায় থাকেন

             অষ্টাবক্র মুনি —

মাটির'পরে দাড়ি গড়ায়,

             কথা কন না উনি।

রাত্রে শুয়ে বিছানাতে

             শুনতে পেতেম কানে

রাক্ষসেরা পেঁচার মতো

             চেঁচাত সেইখানে।

 

নয় বছরের জন্মদিনে

             তার তলে শেষ খেলা,

ডালে দিলুম ফুলের মালা

             সেদিন সকাল-বেলা।

বাবা গেলেন মুন্‌শিগঞ্জে

             রানাঘাটের থেকে,

কোল্‌কাতাতে আমায় দিলেন

             পিসির কাছে রেখে।

রাত্রে যখন শুই বিছানায়

             পড়ে আমার মনে

সেই তেঁতুলের গাছটি আমার

             আঁস্তাকুড়ের কোণে।

আর সেখানে নেই তপোবন,

             বয় না সুরধুনী —

অনেক দূরে চ ' লে গেছেন

             অষ্টাবক্র মুনি।