বীথিকা

জুড়ে আছে জনশূন্য নদীতট —

        কোণে কোণে প্রশাখার কোলে কোলে

পাখি কভু বাসা বাঁধে, বাসা ফেলে কভু যায় চলে।

        সম্মুখে স্রোতের ধারা আসে আর যায়

                জোয়ার - ভাঁটায় ;

অসংখ্য শাখার জালে নিবিড় পল্লবপুঞ্জ - মাঝে

        রাত্রিদিন অকারণে অন্তহীন প্রতীক্ষা বিরাজে।


জীবনবাণী

কোন্‌ বাণী মোর জাগল, যাহা

              রাখবে স্মরণে —

     পলে - পলে দলিত সে

              কালের চরণে।

     যায় সে কেবল ভেঙে চুরে ,

     ছড়িয়ে পড়ে কাছে দূরে —

     জীবনবাণীর অখণ্ড রূপ

              মিলবে মরণে।

 

     ক্ষণে ক্ষণে পাগল হাওয়ায়

               ঘূর্ণিধূলিতে

     প্রাণের দোলে এলোমেলো

              রয় সে দুলিতে।

     বৈতরণীর অগাধ নদী

     পেরিয়ে আবার ফেরে যদি

     উল্টো স্রোতের সে দান , ডালায়

              পারবে তুলিতে।

 

     কোন্‌ বাণী মোর জাগল, যাহা

              রাখবে স্মরণে,

     টিঁকবে যাহা নিমেষগুলির

              পূরণ - হরণে।